ইতালি যেতে কত টাকা লাগে

ইতালি যেতে কত টাকা লাগে

By আসিফ ইকবাল বাদশা 

ইটালি যেতে কত টাকা লাগে, ইটালি ভিসার ক্যাটাগরী, ইটালি ভিসার আবেদন ফি, ইটালি ভিসার আবেদন করার নিয়ম।
ইতালি যেতে কত টাকা লাগে

আজকে এই আর্টকেলের মাধ্যমে আপনাদের জানাবো ইতালি যেতে কত টাকা লাগে। আপনারা যারা ইটালি যেতে চান। তাদের কাছে অনুরোধ থাকবে যাওয়ার আগে একবার হলে ও পোষ্টটি মনোযোগ দিয়ে পড়বেন।

ইটালি হল ইউরোপ মহাদেশের একটি উন্নয়নশীল রাষ্ট্র। এর আয়তন ৩,০১,৩৩৮ কি.মি.। ইটালির রাজধানীর নাম রোম। জনসংখ্যার দিক থেকে ইটালি পৃথিবীর ২৩ তম দেশ।

ভ্রমণ, পড়াশোনা, চাকরি, চিকিৎসা সহ বিভিন্ন কাজে মানুষ ইটালি যায়। ইটালির মানুষেরা খুব উন্নত জীবন-যাপনে অভ্যস্ত এবং তাদের জীবন যাত্রার মান অতি উন্নত মানের হওয়ায় প্রতি বছর বিশ্বের অন্য দেশ থেকে বিপুল পরিমাণ লোক ইটালিতে পাড়ি জমায়। 

আপনি যদি ইটালি যেতে চান, তাহলে অবশ্যই সরকারি সকল নির্দেশনা মেনে তারপর ইতালি যেতে হবে। আর যাওয়ার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে, ইতালি যেতে কত টাকা লাগে। এই বিষয়ে আজকে আমি আপনাদের বিস্তারিত ধারণা দেব।

জানুন..  পর্তুগাল যেতে কত টাকা লাগে 

                কানাডা যেতে কত টাকা লাগে 

INDEX:

1.ইটালি ভিসার ক্যাটাগরী।

2.ইতালি যেতে কত টাকা লাগে।

3.ইটালি ভিসার আবেদন ফি কত টাকা। 

4.ইটালি ভিসার আবেদন করার নিয়ম। 

5.ইটালি টাকার / ইউরোর মান কত।

6. ইটালি যেতে কত বছর বয়স লাগে।

7.আমাদের শেষ কথা।

আরও জানুন.. ইটালি ভিসা চেক করার নিয়ম

ইটালি ভিসার ক্যাটাগরী

ইটালি ভিসা মূলত দুই ধরণের। 

১. ইটালি সিজনাল ভিসা।

২. ইটালি নন সিজনাল ভিসা। 

ইটালি সিজনাল ভিসা কে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়।

  • স্পন্সর ভিসা।
  • স্টুডেন্ট ভিসা।
  • কৃষি ভিসা।
  • মেডিকেল ভিসা।
  • টুরিস্ট ভিসা।

বাংলাদেশ থেকে ইতালি যেতে কত টাকা লাগে

ইটালি যাওয়ার খরচ নির্ভর করবে মূলত আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে ইটালি যাবেন তার উপর।

আপনি যদি সিজনাল ভিসা নিয়ে ইটালি যেতে চান তাহলে ৪ থেকে ৫ লক্ষ টাকা খরচ হবে। সিজনাল ভিসা নিয়ে গেলে ৬/৯ মাস ইটালি থাকা যায়।

আপনি যদি চিকিৎসা, ভ্রমণ ছোট খাট কোন কাজ নিয়ে ইটালি যেতে চান তাহলে সিজনাল ভিসা করবেন। মোট কথা আপনি যদি মনে করেন অল্প কিছু দিনের/মাসের ভেতর আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে সিজনাল ভিসা করবেন।  

আর আপনি যদি নন সিজনাল ভিসা নিয়ে ইটালি যেতে চান তাহলে আপনার ৯ থেকে ১০ লক্ষ টাকা মত খরচ হবে। নন সিজনাল ভিসা নিয়ে ইটালি গেলে সর্ব নিন্ম ৩/৪ বছর থাকা যায়। চাইলে আপনি আরও বেশি সময় থাকতে পারবেন।

আপনি যদি দীর্ঘদিনের কোন কাজ (শ্রমিক) বা চাকরির জন্য ইটালি যেতে চান তাহলে অবশ্যই নন সিজনাল ভিসা করে নিবেন। 

মনে রাখবেন, ভিসা অফিসের চাপাশে সবসময় দালাদে ভরপুর থাকে। তাই খুব সাবধান। কোন দালালের ধোঁকায় পড়বেন না।

ইটালি ভিসার আবেদন ফি কত টাকা 

ইটালি ভিসার আবেদন ফি একেবারেই কম ধরা হয়। বর্তমানে ইটালি ভিসার আবেদন করতে ৬০০ থেকে ১২০০ টাকা লাগে। আর আপনি যদি কোন লয়্যার বা উকিলের মাধ্যমে আবেদন করেন তাহলে আপনার ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা খরচ হবে।

ইটালি ভিসার আবেদন করার নিয়ম 

ইটালি যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এরপর ইটালি ভিসার আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে। আবে বর্তমানে সরাসরি ভাবে ইটালি ভিসার আবেদন করার কোন পদ্ধতি নেই।

দুই পদ্ধতিতে ইটালি যাওয়ার আবেদন করা যায়।

১. আপনার কোন পরিচিত লোক, আত্মীয়- স্বজন  বা কাছের কেউ ইতালিতে থাকলে, তাকে দিয়ে ইতালি সরকারের কাছে আবেদন করতে পারেন।

২. কোন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে তাদের মাধ্যমে আবেদন করাতে পারেন।

মনে রাখবেন, আবেদন করা মানেই ইটালি চলে যাওয়া না। আপনার সকল তথ্য এবং ডকুমেন্টস যাচাই করে ইটালি সরকার যদি আপনাকে নির্বাচিত করে। কেবল মাত্র তখন ই আপনি ইটালি যেতে পারবেন।

ইটালি টাকার / ইউরোর মান কত

ইটালির টাকার নাম ইউরো। বর্তমানে ইটালির এক ইউরো সমান ১১০ টাকা মত।

নোটঃ টাকার মান প্রতিনিয়ত কম বেশি হতে থাকে।

ইটালি যেতে কত বছর বয়স লাগে।

ইটালি সহ ইউরোপের যে কোন দেশে যাওয়ার সর্বনিন্ম বয়স ২১ বছর। আর সর্বোচ্চ বয়স ৪৫ বছর।

শেষ কথাঃ আশাকরি এতক্ষণে আপনারা জেনে গেছেন বাংলাদেশ থোকে ইতালি যেতে কত টাকা লাগে।

যে কোন দেশে যাওয়ার পূবে আপনাকে অবশ্যই  জেনে নিতে হবে যে, সে দেশে যাওয়ার জন্য আপনার কত টাকা খরচ হবে।

আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিচের লিংকে ভিজিট করুন। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url